ঝালকাঠিতে এসএসসিতে বসছে ১২ হাজার পরীক্ষার্থী


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

ঝালকাঠি জেলায় এবছর এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ১২ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী রয়েছে। জেলার ৪ উপজেলার ৩২টি কেন্দ্রের ৩৯টি ভেন্যুতে এ পরীক্ষা গ্রহণ করা হবে।

নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ২টি বিশেষ পরিদর্শন টিম এবং স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভিজিলেন্স টিম পরীক্ষা পরিদর্শনের দায়িত্ব পালন করবেন।

ঝালকাঠি জেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে, ৯ হাজার ১৮৪ জন, ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষার্থী রয়েছে ৮৭০ জন এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ৬৯৪ জন।

জেলা প্রশাসনের সাধারণ শাখা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঝালকাঠি সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ৭৭৭ জন।

সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, বিনয়কাঠি শের-ই-বাংলা ফজলুল হক কলেজ, খয়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউকাঠি বিন্দুবাসিনী কারিগরি কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষার্থী রয়েছে ৩০০ জন। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, বিনয়কাঠি শের-ই-বাংলা ফজলুল হক কলেজ ও কির্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৬৫৩ জন। ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নলছিটি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ৫৫ জন। নলছিটি ডিগ্রি কলেজ, মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়, জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ, জেডএ ভুট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ষাটপাকিয়া প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ, বাহাদুরপুর বিজি ইউনিয়ন একাডেমি ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষার্থী রয়েছে ৩১৬ জন। নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসা, ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৬৭৩ জন।

এদিকে, নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসা ও হদুয়া বৈশাখিয়া সিনিয়র মাদরাসা ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৭১৬ জন। রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ, গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষার্থী রয়েছে ১৬৫ জন। রাজাপুর দক্ষিণ বাঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৭৬৩ জন।

পাশাপাশি রাজাপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসা, আলহাজ লালমোহন হামিদ মহিলা কলেজ ও কানুদাসকাঠি ইসলামিয়া মাদরাসা ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাঠালিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৬৩৬ জন।

কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ও কাঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষার্থী রয়েছে ৮৯ জন। আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দাখিল পরীক্ষার্থী রয়েছে ৬০৫ জন। কাঠালিয়া সদর ফাজিল মাদরাসা ও আমুয়া চাঁদমিয়া ফাজিল মাদরাসা ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের সভা কক্ষে ২৯ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষা বিভাগ এবং  জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিয়ে বিভিন্ন রকম সিদ্ধান্ত নেয়া হয় এ সভায়। আগামী ২ ফেব্রুয়ারি সারা দেশের সাথে ঝালকাঠিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।