বিদ্যালয় ছুটি দিয়ে মেলায় শিক্ষকরা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

বিদ্যালয় ছুটি ঘোষণা করে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা শিক্ষা মেলায় ঘুরতে গেছেন। তাই বিদ্যালয়ের পাশের সড়কে খেলাধুলা করছে কোমলমতি শিক্ষার্থীরা।

সোমবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কালাই মাদবর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই নিয়ে অভিভাবকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত জাজিরার বিলাসপুর ইউনিয়নের আলিমুদ্দিন মাদবরের কান্দিতে কালাই মাদবর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০৭ সাল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আব্দুল সোবাহান মিয়া। এছাড়াও চারজন সহকারী শিক্ষক রয়েছে এ বিদ্যালয়টিতে। এর মধ্যে দুইজন ছুটিতে আছেন।

এখানে শিক্ষার্থী রয়েছে ১৫০জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমবার কোনো ক্লাস না নিয়েই ছুটি ঘোষণা করে। এরপর তারা সকলে মিলে জাজিরা উপজেলার শিক্ষা মেলায় ঘুরতে চলে যান।

Shariatpur

অভিভাবকদের সঙ্গে আলাপকালে জানা যায়, স্কুলের স্যারেরা মাঝে মধ্যেই আমাদের ছেলে-মেয়েদের ক্লাস শেষ না করেই চলে যান। তারা ছেলে-মেয়েদের অন্য বিদ্যালয়ে ভর্তির চিন্তা করছেন বলে জানায়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সোবাহান মিয়া বলেন, আমি স্কুল ছুটি দিয়ে মিনার মেলায় (শিক্ষা মেলা) ঘুরতে এসেছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সিরাজ মাদবর বলেন, স্যারেরা দুপুরের দিকে দেখছি স্কুল ছুটি দিয়ে মেলায় ঘুরতে গেছেন। এমনিতেই নদী ভাঙ্গনের কারণে বছরের অধিকাংশ সময় ক্লাস হয় না। এরপর যদি শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিয়ে ঘুরতে যান তাহলে ছেলে-মেয়েদের কি হবে?

এ ব্যাপারে জাজিরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ করে মেলায় যাওয়ার নিয়ম নেই। যদি কোনো বিদ্যালয়ে এমনটি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

ছগির হোসেন/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।