‌রাজবাড়ী জেলা বা‌রের সভাপ‌তি গ‌ণেশ সম্পাদক মোস্তফা


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ‌তে অ্যাডভোকেট গ‌ণেশ নারায়ণ চৌধুরী সভাপ‌তি ও অ্যাডভোকেট এটিএম মোস্তফা মিঠু সম্পাদক নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সম‌র্থিত গণেশ-রফিক-মোস্তফা পরিষদ সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদকসহ ৯টি এবং বিএনপি সমর্থিত মোরশেদ-আবুল-সাহিদুল পরিষদ এক‌টি সহ-সম্পাদক ও এক‌টি সদস্যপ‌দ সহ ২টি প‌দে জয়লাভ ক‌রে‌ছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চ‌লে এ ভোটগ্রহণ। সন্ধ্যায় ভোট গণণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচনে ১১টি পদের বিপরী‌তে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নিয়াজ মো. আইয়ুব ও মো. আলমগীর হোসেন এবং ভোটার সংখ্যা ছিল ১৭৬ জন।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।