হত্যা মামলায় মঠবাড়িয়া পৌর মেয়রের জামিন


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস জামিনে মুক্তি পেয়েছেন। তিনি মঠবাড়িয়ার যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পণ্ডিত হত্যা মামলার প্রধান আসামি।

রফিউদ্দিন আহমেদ ফেরদৌস অসুস্থতা দেখিয়ে বুধবার পিরোজপুর জেলা জজ আদালতে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া জামিন মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়ার আগে তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি কিছুদিন আত্মগোপনে থাকার পর গত ২৯ জানুয়ারি রোববার মঠবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলাউদ্দিন খান বলেন, আমি ও সিনিয়র আইনজীবী সিরাজুর হক জামিনের বিরোধিতা করার পরেও আসামি অসুস্থ হওয়ায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেরদৌস গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে গত বছরের ২৫ জুলাই দিনের বেলা বন্দুকযুদ্ধে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পৌর মেয়রকে প্রধান আসামি করে ১৫ জন  আওয়ামী লীগ ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হাসান মামুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।