ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় জুলহাস ওরফে ভুট্টো নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বেলা ১১টার দিকে আমুয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুলহাস উপজেলার আমুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও আফজাল হোসেনের ছেলে। তিনি এ বছর আমুয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, অনেক বছর ধরে কেউ বসবাস না করায় ওই ঘরটি পরিত্যক্ত ছিল। ঘরটি পরিত্যক্ত থাকায় সেখানে মাদকের আসর বসত।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
 
আতিকুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।