চাঁদপুর পৌরসভা নির্বাচন চলছে
বহুল প্রত্যাশিত নয় বছর পর রোববার অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর পৌরসভা নির্বাচন । ১৫টি ওয়ার্ডের ৩৫টি ভেন্যুর ৪৯টি কেন্দ্রের ৩৪৫টি বুথে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত ।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান বলেন, সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার বিকালের মধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে তিন প্লাটুন বিজিবির সঙ্গে র্যাব ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য ভোটারদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে।
নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১২৩ জন প্রার্থী। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে আওয়ামী লীগসমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ (মোবাইল ফোন) এবং প্রাক্তন মেয়র (চেয়ারম্যান) ও বিএনপি নেতা শফিকুর রহমান ভূঁইয়া (জগ)। পৌর এলাকার এ নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ৪৯টি ভোটকেন্দ্রে এক লাখ এক হাজার ১২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৩৪০ জন ও নারী ভোটার ৪৯ হাজার ৭৮২ জন।
এ ছাড়া ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকরণ ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর নির্বাচনের চতুর্থ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। গত ১ মার্চ যাচাই-বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ মার্চ।
পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১৬৫ জন। এর মধ্যে প্রত্যাহার করে নিয়েছেন ৩৬ প্রার্থী। মনোনয়নপত্র বাতিল করা হয় ৬ জনের। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১২৩ জন প্রার্থী। গত ১১ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হয়।
এসএইচএ/আরআইপি