ট্যুরিস্ট লঞ্চে আগুনের ঘটনায় কারাগারে ৯
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় পর্যটকবাহী ট্যুরিস্ট লঞ্চ ‘পেলিকেন-১’ এ আগুন লাগার ঘটনায় বন বিভাগের দায়ের করা মামলার ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন সুন্দরবন হলিডেজ অ্যান্ড ট্যুর’র মালিক এবং পূর্ব সুন্দরবন বিভাগের বনকন্য লঞ্চের ইলেকট্রিক ইস্টোকার আতিয়ার রহমান বাবুল, বেসরকারি ট্যুর অপারেটর ‘সুন্দরবন ওয়াটার ট্যুরিজাম কোম্পানির কর্মকর্তা মো. ফজলুর রহমান সায়েম, মো. মেহেদী হাসান, ট্যুর কোম্পানির ম্যানেজার মাহাবুবুর রহমান, পর্যটকবাহী ট্যুরিস্ট লঞ্চ পেলিকেন-১ এর মাস্টার শামীম আলম, চালক মো. জাকির হোসেন, লস্কর মো. জুয়েল, দুই গাইড মো. ফরিদ ও আল-আমিন।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় গত ২ ডিসেম্বর রাতে পর্যটকবাহী ট্যুরিস্ট লঞ্চ ‘পেলিকেন-১’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় লঞ্চটিতে থাকা ২৬ পর্যটকসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের এসিএফ মেহেদীজ্জামানকে প্রধান করে পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই রাতেই সুন্দরবন বিভাগ জড়িতদের নাম উল্লেখ করে বন আইনে মামলা করে। বৃহস্পতিবার এই মামলার পলাতক ৯ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর কারাগারে পাঠানো নির্দেশ দেন।
শওকত আলী বাবু/এএম/পিআর