আখেরি মোনাজাতে শেষ হলো ঝালকাঠি জেলা ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠির পুরাতন স্টেডিয়ামে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে।শনিবারে বেলা সাড়ে ১১ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এদিন ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, ঈদগাহ ময়দান, পুরাতন স্টেডিয়াম (ইজতেমা ময়দান), সিটি পার্ক, পৌর চত্বর, থানার সামনের রাস্তাসহ শহরের আনাচে-কানাচে মুসল্লিদের সরব উপস্থিতি ছিল। ঝালকাঠি জেলাসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এ ইজতেমায় অংশ নেন। বাংলাদেশের বাইরে ৬টি দেশের ৪৭ জন মুসলিও নামাজ আদায় করেন।
আখেরি মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধি এবং ইসলাম ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
এ সময় ইজতেমায় আগত মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঝালকাঠির পুরাতন স্টেডিয়াম ও তৎসংলগ্ন এলাকা। আশপাশের বাসা-বাড়িতে এবং ছাদে মহিলারাও মোনাজাতে অংশ নেন।
আতিকুর রহমান/আরএআর/জেআইএম