পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার প্রতিবাদ
ভুলো ভরা পাঠ্যবই, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি আয়োজিত এ মানবন্ধনে সংগঠনের নেতৃবৃন্দরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কার্যকরী সদস্য নিতিশ রঞ্জন রায়ের সভাপতিত্বে মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা জাসদের সভাপতি অ্যাড. আক্তার হোসেন সাঈদ প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ভুল এবং সাম্প্রদায়িক শব্দ কোমলমতি শিশুদের প্রভাবিত করার পাশাপাশি একটি গোষ্ঠিকে খুশি করার জন্য দেশকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অপকৌশল। এই গোষ্ঠী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়।
এ সময় বক্তারা পাঠ্যপুস্তকে সমস্ত কিছুর সংশোধনপূর্বক পুনর্বহাল করার পাশাপাশি দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম