বালিয়াডাঙ্গীতে একযুগ পর যুবলীগের সম্মেলন


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রায় এক যুগ পরে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সম্মেলন উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় যুবলীগ এক বণার্ঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

পরে মাজেদুর রহমানকে সভাপতি, আলী আসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক ও সমরজিৎ সিংহ ছটকুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।  

মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।