এ যেন এক স্বপ্নের বাস্তবায়ন


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

তিনটি হুইল চেয়ারই যেন ছিল তাদের স্বপ্ন। আর হঠাৎ করেই কোনো এক সকালে সেই স্বপ্ন পূরণ হবে সেটি ভাবার সুযোগ হয়নি স্কুলটির কারোরই। না ভাবা সেই স্বপ্ন আচমকা পূরণ হওয়া দেখলে অবশ্য অবাক হওয়ারই কথা যে কারো। তেমনি এক স্বপ্ন পূরণ হলো এক প্রতিবন্ধী ছাত্রী ও দুই ছাত্রের।

সমাজের হৃদয়বান কিছু মানুষের ক্ষুদ্র এক প্রচেষ্টার ফল এটি। সমাজের স্বাভাবিক মানুষগুলোর ক্ষুদ্র প্রচেষ্টাগুলো যে অসংখ্য অস্বাভাবিক মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটায় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়। তেমনি এক প্রচেষ্টার বাস্তবায়ন ঘটেছে প্রতিবন্ধী এই তিন ছাত্রছাত্রীর মাঝে।

একটি হুইল চেয়ার যে একজন অস্বাভাবিক মানুষের বিশাল স্বপ্ন হতে পারে সেটি নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে আজ। এসময় যেন বাঁধভাঙা আনন্দ কাজ করছিল ওই তিন শিশুর মাঝে। তেমনি আনন্দ বিরাজ করছিল স্কুলটির শিক্ষক-শিক্ষিকাদের মাঝেও।

এভাবেই নিজের আত্মতৃপ্তি ও তিন প্রতিবন্ধী শিশুর খুশীর বর্ণনা করছিলেন আমিরুল ইসলাম। যিনি সাড়ে ৩০০ প্রতিবন্ধী শিশুকে নিয়ে গড়ে তুলেছেন আলাদা একটি আবহ। গড়ে তুলেছেন একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র।

ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে বালিয়াডাঙ্গী উপজেলা যাওয়ার পথে চুনিহারী নামক স্থানে এই স্কুলটির অবস্থান।

Thakurgaon

গত ৩০ জানুয়ারি অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজে ‘ঠাকুরগাঁওয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী স্কুলটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এরপর ব্যক্তি উদ্যোগে শুরু হয় ফেসবুক প্রচারণা। আহ্বান জানানো হয় তিন শিশুকে তিনটি হুইল চেয়ার সাহায্য করার।

১ ফেব্রুয়ারি প্রতিবন্ধী সাবিনা ইয়াসমিনসহ বাকি দুজনের ছবিসহ জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ তার ফেসবুক ওয়ালে একটি লেখা পোস্ট করেন। এতে অনেকেই সাহায্যের আশ্বাস দেন। ওইদিনই ঠাকুরগাঁওয়ের একজন ব্যবসায়ী, যুবলীগের এক নেতাসহ অনেকেই সহযোগিতা তুলে দেন জাগো নিউজের এই প্রতিবেদকের হাতে।

সেই টাকা দিয়েই গত বৃহস্পতিবার ঢাকা থেকে তিনটি হুইল চেয়ার নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ে। আজ শনিবার সেগুলো তুলে দেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের হাতে।

হুইল চেয়ারগুলো বিতরণের সময় উপস্থিত ছিলেন একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম, ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, দীপ্ত টিভির প্রতিনিধি শামসুজ্জুহা, বিডিমনিংয়ের স্টাফ রিপোর্টার আবু সালেহ, তরুণ ব্যবসায়ী ওমর ফারুক, শিশু সাংবাদিক রহিম শুভ, শিক্ষক গোলাম সারোয়ার বাবু প্রমুখ।

রিপন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।