চাঁদপুর পৌরসভা নির্বাচন : নাছির উদ্দিন আহমেদ পুনঃ নির্বাচিত


প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৯ মার্চ ২০১৫

রোববার অনুষ্ঠিত হওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আ’লীগ সমর্থিত সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সকল পদ-পদবী স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া।

মোট ৪৯ কেন্দ্রে নাছির উদ্দিন আহমেদ (মোবাইল প্রতীক) পেয়েছেন ৪৭ হাজার ১শ’ ৮ ভোট এবং শফিকুর রহমান ভূঁইয়া (জগ প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৯৭ ভোট।

এছাড়া, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে লায়লা হাসান চৌধুরী, ফরিদা ইলিয়াছ ও আয়শা রহমান পুনঃ নির্বাচিত এবং শাহনাজ রহমান ও শাহনাজ আলমগীর নব নির্বাচিত হয়েছেন।

রোববার রাত পৌনে ১০টায় জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মোঃ আতাউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।