ঝিনাইদহে বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত ১
প্রতীকী
ঝিনাইদহে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৫ জন।
নিহত আফরোজা বেগম শৈলকূপা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক।
রোববার সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দোকানঘর এলাকা এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোকানঘর নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশ থেকে একটি মোটরসাইকেল রাস্তার ওপর উঠে। এসময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করে।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/জেআইএম