মৃত্যুর অনুমতি চাওয়া পরিবারটির দায়িত্ব নিল ভারত


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

মেহেরপুরে মৃত্যুর অনুমতি চাওয়া ‘ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে’ আক্রান্ত পরিবারটিকে চিকিৎসার হাত বাড়িয়ে দিল ভারতের মুম্বাইয়ে অবস্থিত নিউরোজেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউট।

তোফাজ্জেল হোসেনের দুই ছেলে ও নাতির বিনামূল্যে চিকৎসা করার আগ্রহ প্রকাশ করেছে তারা। চিনের একটি দলও তোফাজ্জেল হোসেনের সঙ্গে যোগযোগ করতে চেয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

Meherpur
আন্তজার্তিক সংবাদ মাধ্যমে খবরটি দেখে ভারতীয় ওই হাসপাতালের কর্তৃপক্ষ যোগাযোগ করেন মানবধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খানের সঙ্গে।

গত রোববার বিকেলে নূর খানের সঙ্গে ঢাকায় দেখা করেন তোফাজ্জেল হোসেন। তার চিকিৎসার সমস্ত কাগজপত্র দেখান তাকে।

Meherpur
তোফাজ্জেল হোসেন জানান, তার মোবাইল ফোন নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র নূর খানকে দেয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করবে বলে জানান নূর খান।

এদিকে খবরটি পাবার পরই আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। ধন্যবাদ জানান গণমাধ্যমকে। তিনি আরো বলেন, গণমাধ্যমের কারণে এটি সম্ভব হয়েছে। তার সন্তান ও নাতির চিকিৎসার জন্য এগিয়ে আসছেন বিভিন্ন সংস্থা। এজন্য সব অবদানই গণমাধ্যমের।

Meherpur
গেল ১৯ জানুযারি মেহেরপুরের জেলা প্রশাসক বরাবর একটি চিঠি পাঠান তোফাজ্জেল হোসেন। যেখানে দুরারোগ্য `মাসকুল্যার ডিসট্রোফি` বা মাংসপেশিতে পুষ্টির অভাবজনিত অসুখে আক্রান্ত দুই ছেলে ও এক নাতি মৃত্যুর অনুমতি প্রর্থনা করেন তিনি। বিষয়টি ফলাওভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।