ঠাকুরগাঁওয়ে সড়ক পাকাকরণ কাজে অনিয়ম


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের সড়ক পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান খারাপ হওয়ায় ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
 
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, জেলা শহরের প্রাণ কেন্দ্র শহরের চৌরাস্তা এলাকায় ৪০০ মিটার দৈর্ঘ্য সড়ক পাকাকরণ কাজ সড়ক বিভাগের আওতায় বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

৪০০ মিটার সড়কের মধ্যে ১০০ মিটার কার্পেটিং হবে। এর থিকনেস হবে ৫০ মি. মি.। আর ৪০০ মিটারই হবে ১২ মি. মি. এর সিল কোর্ট।

কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার জানান, সিলকোর্ট হচ্ছে ৭ মি. মি.। স্থানীয়দের অভিযোগ সড়ক পাকাকরণে সড়ক বিভাগ ও ঠিকাদেরর কথা দুই রকম।

১২ মি. মি. সিলকোর্ট হওয়ার কথা থাকলেও ৫ মি. কমিয়ে ৭ মি. মি. সিলকোর্ট করে সড়ক পাকা করা হচ্ছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের। সেই সাথে পুনরায় কাজ বাস্তবায়নের দাবি তাদের।
 
সড়ক বিভাগের পক্ষ থেকে কাজ দেখার দায়িত্বরত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গিয়াস উদ্দিন বলেন, আমি যখন থাকি তখন কাজ সঠিক মতোই হয়েছে। তবে বাইরে থাকা অবস্থায় কাজ খারাপ হলে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রজব আলী জানান, ৭ মি. মি. সিলকোর্ট করা হচ্ছে। তবে কাজের মান খারাপ হওয়ার অভিযোগ করার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি কর্তব্যরতদের বলে দিচ্ছি কাজ যেনো ভালো হয়।

ঠাকুরগাঁও সড়ক বিভাগের উপ-নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম জানান, কাজ খারাপ হওয়ার কথা নয়। তবে সম্পূর্ণ কাজের বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তা মোতাহার হোসেন তার সাথে যোগাযোগ করেন।

মোতাহার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দরপত্রে উল্লেখ রয়েছে ১২ মি. মি. এ কার্পেটিং হবে। ঠিকাদার কেনো ৭ মি. মিটারের কথা বলেছেন তিনিই ভালো বলতে পারবেন।

মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।