ঝিনাইদহে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

ঝিনাইদহের কোটচাঁদপুরে দিপালী ভৌমিক (৪৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিপালীর মৃত্যু হয়।

মৃত দিপালী কোটচাঁদপুর শহরের সলেমানপুরের শান্তি ভৌমিকের স্ত্রী। অ্যাসিডপান করে ওই গৃহবধূ হাসপাতালে এলেও পুলিশ বলছে, অ্যাসিডপানে তার মৃত্যু হয়নি। গৃহবধূর কপালে আঘাতের চিহৃ রয়েছে।

দিপালীর ছেলে সৌমেন ভৌমিক জানান, তাদের জুয়েলারি ব্যবসা রয়েছে। তাই বাসায় সব সময় অ্যাসিড থাকে। সকালে বাড়িতে তার মা পানি পান করতে গিয়ে ভুলক্রমে অ্যাসিড পান করেন।

যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তবে পুলিশ জানায়, মৃত্যুটি রহস্যজনক। মৃতের কপালের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফোনের লাইন কেটে দেন সৌমেন। এরপর তিনি আর ফোন রিসিভ করেননি।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াত মাহমুদ জানান, দিপালী ভৌমিকের শুধু অ্যাসিডপানে মৃত্যু হয়নি। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এটা রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এর বেশি কিছু বলা যাবে না।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অস্বাভাবিক কিছু হয়ে থাকলে আইন মেনে ব্যবস্থা নেয়া হবে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।