বঙ্গোপসাগরে ট্রলারসহ ১০ জেলে নিখোঁজ


প্রকাশিত: ০২:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি ফয়সাল’ নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১০ জেলে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার জানা গেছে, গত ১৭ জানুয়ারি পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের রফিক দোকানদারের মালিকানা এফবি ফয়সাল ট্রলারসহ ১০ জেলে সাগরে মাছ ধরার জন্য যায়।

নিখোঁজ জেলেরা হলেন, আলী হোসেন, আ. ছোবাহান ঘরামী, কবির হাওলাদার, আলমগীর মাতব্বর, কাওছার মিয়া, মো. হাসান মিয়া, মো.নজু মিয়া, মো. শামিম মিয়া, মো.আজিজুল হক ও মো. রুবেল। তাদের বাড়ি পটুয়াখালীর আলীপুর ও মহিপুর এলাকায়।

নিখোঁজ ট্রলারের মাঝি আলী হোসেনের স্ত্রী মোসা. মরিয়ম বেগম বলেন, সাগরে রওয়ানা হয়ে যাওয়ার পর একবার কথা হয়েছে। তারপর অনেকবার চেষ্টা করলেও তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ৩টি ট্রলার দিয়ে গত তিনদিন ধরে তাদের বঙ্গোপসাগরে তন্নতন্ন করে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারত অথবা মিয়ানমারের সীমানায় ঢুকে গেছে। অথবা কোনো নৌযানের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।