মতলবে ওরসে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি ইউনিয়নের নেদায়ে ইসলামের ওরসের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলার নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম এই ধারা জারি করেন।

আগামী ৮,৯ ও ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গন, দরবার শরীফ ও তার সংলগ্ন এলাকায় এ আদেশ জারি থাকবে।

প্রতি বছরের ন্যায় ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়ক সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ) এর ৫৩তম ও আল্লামা শায়ক সায়্যিদ ড. মানজুর আহমদ আল আহমাদী উয়েসী রিফায়ী (রাঃ) এর ৫ম তম নেদায়ে উরস ও উয়েসীয়া শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উরসকে কেন্দ্র করিয়া ভাতিজা ড. মানজুর আহমদ আল আহমাদী উয়েসী রিফায়ী (রাঃ) ছেলে শায়ক মাসুদ আহম্মেদ ও চাচা আল্লামা শায়ক সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসীর (রাঃ) ছেলে শায়ক মোস্তাক আহম্মেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। আল্লামা শায়ক সায়্যিদ ড. মানজুর আহমদ আল আহমাদী উয়েসী রিফায়ী (রাঃ) মৃত্যুবরণ করার পর থেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্বীকৃতি পাওয়াকে কেন্দ্র করে ও উরস পরিচালনা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। বেশ কিছুদিন আগে চাচা-ভাতিজার ভক্তদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা হয়ে একজন মারা গেছেন।

গতকাল সোমবার উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদের সভাপতিত্বে উভয়ের সমঝোতার মাধ্যমে উরস পালনের জন্য চাচা-ভাতিজাকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় চাচা-ভাতিজার ভক্তদের উপস্থিতে উরস অনুষ্ঠানের কথা বলা হয়। কিন্তু ভাতিজা শায়ক মাসুদ আহম্মেদ চাচার ব্যাপারে আপত্তি জানান। বলেন, তিনি উপস্থিত থাকলে সমস্যার হওয়ার আশঙ্কা রয়েছে। পরে সমঝোতা ছাড়াই সভা শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন পরমানু বিজ্ঞানী শমসের আলী, মেজর জেনারেল (অব) এহতেশাম হায়দার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, ফরাজী কান্দি ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশসহ অনেকেই।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, সমঝোতা না হওয়ায় উভয়পক্ষের ভক্তদের মাঝে উরস চলাকালীন সময় বড় ধরনের দাঙ্গা হাঙ্গামাসহ আইনশৃঙ্খলার বড় ধরনের অবনতির সম্ভাবনা রয়েছে। এ কারণে নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গন, দরবার শরীফ ও তার সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।