ঠাকুরগাঁওয়ে ৪ ছাত্রদল কর্মীর কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে দোকানপাট ভাঙচুর ও ত্রাস সৃষ্টির মামলায় ৪ ছাত্রদল কর্মীকে ৩ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহিদ হাসাস, আরিফ হোসেন, হোসেন আলী, শামীম আলী (পলাতক)। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা এ রায় প্রদান করেন। সেই সঙ্গে এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৪ নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায, ২০১২ সালের ১৬ মে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার সিএমএম আদালত একটি মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ খবর ঠাকুরগাঁওয়ে জানাজানি হলে বিএনপিসহ ছাত্রদলের বিক্ষুদ্ধ কর্মীরা ওইদিন বিকেলে ঠাকুরগাঁও শহরের বেশ কিছু দোকানপাট, ব্যাংক ভাঙচুর করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টিসহ ত্রাস সৃষ্টি করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাত্রদলের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি