এবার ডিমলায় দুই পায়ের বাছুরের জন্ম


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার পর এবার নীলফামারীর ডিমলায় দুই পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের রামাডাঙ্গা নামক  গ্রামের মৃত মাটিয়া মামুদের ছেলে ঝাল মুড়ি বিক্রেতা আব্দুল জব্বারের (৫৫) একটি গাভি বাছুরটির জন্ম দেয়। জন্মের পর বাছুরটির বেঁচে থাকা নিয়ে সংশয় থাকলেও প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসায় বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে।

Dimla

দুই পায়ের এই বাছুরটিকে দেখতে আব্দুল জব্বারের বাড়িতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।

আব্দুল জব্বার জানান, গত রোববার ডিমলা গরুর হাট থেকে ৯ মাস ১৫ দিনের গর্ভাবস্থায় সাদা রঙের  একটি গাভী ৪২ হাজার টাকায় ক্রয় করেন। সেই গাভীর অস্বাভাবিক বাছুরটির জন্মের পর তিনি অনেকটা বিস্মিত হন। তার স্ত্রী নূর বানু পাড়া প্রতিবেশীকে জানালে তারা দেখার জন্য ছুটে আসে। বিষয়টি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা  দলে দলে মানুষ ছুটে আসছে দেখার জন্য।

Dimla

উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কম্পাউন্ডার মো. আতাবুল হোসেন বাছুরটি দেখতে ঘটনাস্থলে আসেন।তিনি জানান, জন্মগত বা জিনগত সমস্যার কারণে এমন বাছুরের জন্ম হতে পারে। ঠিকমতো চিকিৎসাসেবা দিলে বাছুরটি স্বাভাবিক বাছুরের ন্যায় চলাফেরা করতে পারবে।

জাহেদুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।