পিপিকে ঘুষখোর বলায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

শেরপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে ‘সেরা ঘুষখোর’ বলার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বাদী হয়ে  মামলাটি দায়ের করেন।মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বিবাদী হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে শেরপুর জেলা শহরের রঘুনাথবাজার মোড়ে আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বক্তব্যে বাদশা নালিতাবাড়ীর অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলুকে জেলা আওয়ামী লীগে স্থান না দেয়াটা ভাল হয়েছে বলে উল্লেখ করে বলেন, তিনি (পিপি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপির দায়িত্বের নামে জেলায় সেরা ঘুষখোর হিসেবে পরিচিতি পেয়েছেন। এজন্য স্পেশাল পিপির পদ থেকেও তাকে অপসারণ করা প্রয়োজন।

তার ওই বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ-প্রচার হওয়ায় গোলাম কিবরিয়া বুলুর রাজনৈতিক, সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। যা মানহানিকর অপরাধ হিসেবে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ধারার অপরাধ বলে উল্লেখ করে মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুবিচার প্রার্থনা করা হয়েছে।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।