জমির ধান কাটা নিয়ে পাল্টাপাল্টি মামলা


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

মঠবাড়িয়ায় উপজেলার হারজী নলবুনিয়া গ্রামে জমির ধান কাটা নিয়ে মঠবাড়িয়া থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, হারজী নলবুনিয়া গ্রামের রাহিলা বেগমের ২ একর ধানের জমি নিয়ে প্রতিবেশী হোসেন আলীর সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ওই জমিতে রাহিলা চাষাবাদ করলে প্রতিবেশী হোসেন আলী গত ২৮ জানুয়ারি জোর করে জমির ধান কেটে নিয়ে যায়।

রাহিলা বাধা দিতে এলে হোসেন ও তার দলবল তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ ঘটনায় রাহিলা গত ২৯ জানুয়ারি বাদী হয়ে ৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন। পরে শালিসি বৈঠকে হোসেন কেটে নেয়া ৫০ আটি ধান ফেরত দেন। পরে হয়রানির জন্য রাহিলাসহ আটজনকে আসামি করে পাল্টা একটি মামলা দায়ের করেন হোসেন আলী।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মোসলেম উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

হাসান মামুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।