বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
সেচ পাম্পের সংযোগ দিতে দিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মাটিয়ালের দোলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই কৃষক হলেন, পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের টুন্নু মাহমুদের ছেলে সাবুল হোসেন (৩০) ও একই গ্রামের হুজুর আলীর ছেলে নাজির হোসেন(২৮)।
এলাকাবাসী জানায়, দুই কৃষক তাদের জমিতে বোরো আবাদের জন্য পিডিবির বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজেরাই সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন।
এ সময় তারা বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কৃষককে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এএম/পিআর