অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শিমা


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হওয়ার ১৫ দিন পর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের শিমা আক্তার (২৮)  অবশেষে মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

শিমা আক্তার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের নুর ইসলাম বুলুর মেয়ে। দুই বছর আগে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি গ্রামের মোর্শেদ হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। ওই দম্পতির চার মাস বয়সী এক মেয়ে রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বড়খাতা গ্রামের নিজ বাড়িতে গত ২৮ জানুয়ারি শিমা আক্তার তার চার মাসের মেয়ের জন্য দুধ গরম করতে রান্না ঘর যান। রান্না করার সময় নিজ কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। আহত অবস্থায় তাকে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে শিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শিমার বাবা নুর ইসলাম বুলু বলেন, অনেক চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারলাম না। আল্লাহ যেন তার শিশু সন্তানকে বাঁচিয়ে রাখেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল শিমা আক্তারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।