‘দুর্নীতি রোধ হলে জিডিপি ২ শতাংশ প্রবৃদ্ধি হবে’


প্রকাশিত: ১০:২২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতি রোধ করতে পারলে জিডিপি ২ শতাংশ প্রবৃদ্ধি হবে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া বলেছেন, দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযান জোরালো করা হয়েছে। ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি হাতে নাতে ধরতে অভিযান জোরদার করা হয়েছে, যা সবার কাছে কঠিন বার্তা পৌঁছেছে।

তিনি বলেন, আগামীতে দুদকের অভিযান আরো জোরদার করা হবে। তাই এখনো যারা নিজেদের মধ্যে দুর্নীতির মনোভাব লালন করছেন, আপনারা ওই পথ থেকে ফিরে আসুন।

শনিবার দুপুরে নরসিংদীর শিবপুরে সততা সংঘ, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্নীতিবিরোধী গণসচেতনামূলক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, দুদকের পরিচালক নাসিম আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী সবাই দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেন।

সঞ্জিত সাহা/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।