বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন : তারানা


প্রকাশিত: ১১:১৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মোতাবেক ২০১৭ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়ে এটি উৎক্ষেপণ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অবৈধ ভিওআইপি ব্যবসা ৯ শতাংশ কমে এসেছে। দ্রুতই এটা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।  

শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রমে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শ্রীশ্রী অনুকুল চন্দ্র ঠাকুরের ১২৯তম জন্মতিথী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি শ্রীকুঞ্জ বিহারী আদিত্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. জাকির হোসেন, সার্ক কালচার সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এস আকবর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ও ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান।

আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।