মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও খুনসহ ২২টি মামলা রয়েছে।
 
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারের অভিযানে সদরের বৈখর এলাকার ময়না মোল­ার কাঠ বাগানে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিস সুপার মো. জায়েদুল আলম জানান, শাহজালাল মিজি`র বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধাঁ ও ৯টি মারামারি ও সন্ত্রাসী মামলাসহ ২২টি মামলা রয়েছে। সে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরো জানান, রোববার বিকেলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে বৈখর এলাকার ময়না মোল­ার কাঠ বাগানে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওতপেতে থাকা শাহজালালের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে এবং সে পালানো চেষ্টা করে। এসময় পুলিশের ছোড়া গুলিতে শাহজালাল নিহত হয়।

ওই সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।