আমতলীতে মাহেন্দ্র-বাস শ্রমিকদের সংঘর্ষে আহত ২০


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

বরগুনার আমতলীতে মাহেন্দ্র, অটো রিকশা এবং বাস শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে আমতলী থানা পুলিশের ওসিসহ (তদন্ত) অন্তত ২০ জন আহত হয়েছেন।

এসময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি ভাঙচুর করেন উভয় পক্ষের শ্রমিকরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Barguna

পুলিশ জানায়, কুয়াকাটা-আমতলী-পটুয়াখালী সড়কে পরিবহন চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। আাজ সকালে এক সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক শুরু হতে না হতেই সকাল ১০টার দিকে আমতলীর বাঁধঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।