জঙ্গিমুক্ত দেশ গঠনে কাজ করছে সরকার : সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে নিরলসভাবে কাজ করছে সরকার উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটছে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার জন্য ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার গ্রামে গ্রামে যেসব কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছিল, তা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি ও জামায়াত চারদলীয় জোট সরকার সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে গোয়ালঘরে পরিণত করে।

মঙ্গলবার দুপুরে নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নের দোলুয়া দোগাছিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আব্দুস সাক্তার কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

এ সময় সংস্কৃতিমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে এবং এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান।

অনুষ্ঠানের আগে একই ইউনিয়নের ঘাটংতারি নামকস্থানে ২২ লাখ টাকা ব্যয়ে ও কালিতলা নামকস্থানে ৩২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত দুইটি ব্রিজের উদ্বোধন করেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী জেলা শহরের উপজেলা সড়কের নিজ বাসভবনে নিজস্ব তহবিলের ১৫ জন গৃহিণীর মাঝে ঘর নির্মাণের সামগ্রী হিসেবে এক বান্ডিল করে ঢেউটিন, চারটি বাঁশের বেড়া, দরজা, ঘরের খুঁটি বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আব্দুল রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুর ইসলাম রিন্টু প্রমুখ।

জাহেদুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।