রক্ষক যখন ভক্ষক


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলাইত গ্রামে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শিশুটির বাবা জানান, তাদের পাশের বাড়িত তার এক ফুফাতো বোন থাকেন। সোমবার শিশুটিকে ওই ফুফাতো বোনের কাছে রেখে স্ত্রীকে নিয়ে তিনি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। রাতে শিশুটি ঘুমাতে গেলে ফুফাতো বোনের স্বামী সুরুজ মিয়া (৪৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য সে ওই শিশুকে ভয়ভীতি দেখায়।
 
কিন্তু সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়িতে এসে তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে নেয়া হয়। পরে রাত পৌনে ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, শিশুটিকে ২১২নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।