বরগুনায় ফেনসিডিলসহ পিআইও আটক
বরগুনা সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. ইস্রারাফিলকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে বরগুনার টাউন হল চত্বর থেকে তাকে আটক করা হয়।
ইস্রারাফিল বরগুনার আমতলী উপজেলা প্রকল্প কর্মকর্তা। তিনি বরগুনা সদর উপজেলার অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদের নেতৃত্বে চাউন হল চত্বরে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পিআইও ইস্রাফিলকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে এক বোতল ফেনসিডিল পাওয়া যায়।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, ইস্রাফিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/আরআইপি