সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় নারীসহ আটক ৩
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় বিএসএফের হাতে নারীসহ তিনজন আটক হয়েছেন। পরে তাদেরকে বিজিবির হাতে হস্তান্তর করে বিএসএফ।
রোববার সকালে তাদের মহেশপুর আদালতে পাঠায় পুলিশ। তারা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বিশ্বজিৎ (১২), বন্যা (২০), রুমা সরকার (২০)।
৫৮-বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. জসিম উদ্দিন জানান, শনিবার বিকেলে জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রোনঘাট ক্যাম্পে বিএসএফের হাতে ওই তিনজন আটক হন। পরে ওদিন বিকেলে তাদের বিজিবির জলুলী ক্যাম্পের কাছে হস্তান্তর করে বিএসএফ।
আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি