চাঁপাইনবাবগঞ্জে দুই শিশু হত্যা : জড়িতদের দ্রুত বিচারের দাবি


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফতেপুর মহল্লার দুই শিশু সুমাইয়া খাতুন মেঘলা ও মেহজাবিন আক্তার মালিহা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে সোমবার সকালে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে নারী-পুরুষসহ ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তারা বলেন, মেঘলা ও মালিহা হত্যাকাণ্ডের পর এলাকাবাসী আতঙ্কিত ও ক্ষুব্ধ। তাদের সন্তানদের নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্কে চলাফেরা করছেন।

এই পৈশাচিক হত্যাকাণ্ডের পর থেকে মেঘলা ও মালিহার বাবা-মাসহ পুরো এলাকাবাসী স্তব্ধ ও ক্ষুব্ধ। বক্তারা মেঘলা ও মালিহা হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লে­খ্য, গত ১২ ফেব্রুয়ারি রোববার স্কুল থেকে ফিরে মিলন রানার মেয়ে সুমাইয়া খাতুন মেঘলা ও আব্দুল মালেকের মেয়ে মেহজাবিন আক্তার মালিহা বাড়ির বাইরে খেলতে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের দুইদিন পর ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ফতেপুরের ইয়াসিনের বাড়ির একটি ঘর থেকে সুমাইয়া ও মালিহার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় লাকি খাতুনসহ তার শ্বশুর ভ্যানচালক ইয়াসিন আলী ও শাশুড়ি তানজিলা খাতুনকে।

লাকি আক্তার স্বর্ণের চেন ও কানের দুলের লোভে ওই শিশু দুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। এ ঘটনায় মালিহার বাবা আব্দুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আব্দুল­াহ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।