আ.লীগ অফিস থেকে ইউপি সদস্যসহ আটক ৫


প্রকাশিত: ০৬:২০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস থেকে ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতাসহ পাঁচ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রুদ্রকর হোগলা গ্রামের মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে ও রুদ্রকর ইউনিয়ন পরিষদের ২ নং সদস্য মো. কবির হোসেন (৩৫), ছবর আলী শেখের ছেলে  লুৎফর শেখ (৩০), মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে সোহাগ শেখ (২৮), মৃত মোসলেম শেখের ছেলে নুরুল হক শেখ (৩৪) ও মাকসাহার গ্রামের আব্দুর রবের ছেলে রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রবাসী শাহ নেওয়াজ অরফে মিলন শেখ (৩৩)।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, ডিবি পুলিশের একটি দল রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের জুয়ার আসর থেকে হাতে নাতে পাঁচজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

ছগির হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।