ট্রেনের চোরাই তেল ও অস্ত্রসহ আটক ৬


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে রেলের চোরাই ডিজেলসহ ৫ জনকে র‌্যাব ও ওয়ান শুটারগানসহ একজনকে আটক করেছে বিজিবি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি একেএম এনামুল করিম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ির ললিতনগর স্টেশন বাজারের জামালের স্টোর রুমে অভিযান চালায় র‌্যাব।

এ সময় রেলের চোরাইকৃত ৬৭০ লিটার ডিজেলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার এলাকার জামাল (৫৫), আব্দুল মালেক (৩৫), দুলাল উদ্দীন (৩৯), জাহাঙ্গীর আলী (৩০) ও জালাল উদ্দীনকে (৪৪) আটক করা হয়।

এদিকে জেলার ভোলাহাট উপজেলার জিন্না নগর গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলিসহ আব্দুস সাত্তারকে আটক করে বিজিবি।

মোহা. আব্দুল­াহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।