ইনজেকশন পুশ করার পরপরই মারা যায় ফারহানা


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ২১ ফেব্রুয়ারি রাতে ভুল চিকিৎসায় ৭ মাসের শিশু ফারহানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার জেলার সাংবাদিকদের কাছে শিশুটির পরিবার এ অভিযোগ করেন। ফারহানা শরিয়তপুর জেলার চরপাঞ্জাস ইউনিয়নের শেখ বাড়ির কাপড় ব্যবসায়ী হাবিব শেখের মেয়ে।

একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে সদস্যরা ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কান্নায় ভেঙে পড়েন।

শিশুটির মা পান্না ও চাচা আনোয়ার জাগো নিউজকে হোসেন জানায়, ফারহানার শ্বাস নিতে কষ্ট হওয়ায় এবং ঠাণ্ডার কারণে কয়েকদিন পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি ও মোটামুটি সুস্থ হলে বাড়ি নিয়ে যাওয়া হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে পুনরায় সে অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওলিউর রহমান মজুমদারের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি ফারহানার নিউমোনিয়া হয়েছে বলে কিছু ওষুধের নাম লিখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। রোগীর স্বজনরা সে অনুযায়ী হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত সেবিকারা তাকে ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পর ফারহানার শরীর নিল হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফারহানা।

এ বিষয়ে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওলিউর রহমান মজুমদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক রুপক ও ডা. মিজানুর রহমান জাগো নিউজকে জানায়, শিশুটি বঙ্কো নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি শ্বাস নালীর একটি রোগ। চিকিৎসকের দেওয়া ওষধ সেবিকারা দিয়েছে বলে জানানো হয়েছে। ভুল চিকিৎসায় শিশুটি মারা গেছে কীনা তা সঠিকভাবে বলতে পারছি না আমরা।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।