পিরোজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
‘ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মাণে বাল্যবিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন’ এই শপথ পাঠের মধ্য দিয়ে পিরোজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল আলম সেখ বলেন, আজ থেকে পিরোজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলো। এই ঘোষণার মাধ্যমে এ উপজেলায় আর কোনো বাল্যবিয়ে হতে দেয়া হবে না। যারা বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে। তিনি বাল্যবিবাহের কুফল সর্ম্পকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। 
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, কলেজছাত্রী সায়মা হোসেন প্রমুখ।
এর আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
হাসান মামুন/আরএআর/জেআইএম