ব্রাহ্মণবাড়িয়ায় বিটিসিএল’র ইন্টারনেট সেবা বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটসিএল) ইন্টারনেট সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে এই ইন্টারনেট সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সরকারি অফিসের সংযোগসহ দুই শতাধিকেরও বেশি ইন্টারনেট সংযোগ একযোগে বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।
তবে কি কারণে ইন্টারনেটের এই বিপর্যয় তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ।
বিটিসিএলের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী শামছুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে ইন্টারনেট বির্যয় ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইন্টারনেট সেবা কার্যক্রম চালুর জন্য চেষ্টা চলছে। তবে ইন্টারনেট সেবা কার্যক্রম পুনরায় চালু হতে কতদিন লাগতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
এমজেড