মাগুরায় ট্রাকচাপায় ভটভটিচালকের মৃত্যু
প্রতীকী ছবি
মাগুরায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক ভটভটিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভটভটির অপর তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে মাগুরা-ফরিদপুর সড়কের পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে মাগুরাগামী মালবোঝায় একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এ সময় ট্রাকচালক ট্রাকসহ দ্রুত পালিয়ে যান।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরাফাত হোসেন/আরএআর/এমএস