কৃষকের অর্ধেক গরু নিয়ে গেল চোর
রাতের আঁধারে কৃষকের গোয়াল থেকে গরু চুরির পর জবাই করে অর্ধেক মাংস নিয়ে পালিয়েছে চোরের দল। শুক্রবার দিবাগত গভীর রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক কৃষক আলম চৌকিদার জানান, তার বসতঘর সংলগ্ন গোয়ালঘর থেকে একটি গাভী কে বা কারা রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। চোরের দল একটি নির্জন বাগানে নিয়ে গরুটি জবাই করে পেট থেকে সামনের অংশ নিয়ে বাকিটা ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, গত শুক্রবার রাতে সে গোয়ালঘরে তার দুটি গরুকে রাতের খাবার দিয়ে গোয়ালঘরে আটকে রেখে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে গোয়ালে একটি গরু না দেখে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি বাগানে গিয়ে গরুটির অর্ধেক অংশ পড়ে থাকতে দেখেন।
এ বিষয়ে কাউখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরুটির মালিক এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এমএএস/জেআইএম