ভান্ডারিয়ায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক মো. হান্নান খানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল একটি মামলার তদন্তের জন্য পিরোজপুরের ভান্ডারিয়ায় এসেছে।

তদন্ত দলের সদস্যরা হলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ও তদন্ত অফিসার মো. বদরুল আলম। মঙ্গলবার সকালে তারা ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালার দায়ের করা মামলার তদন্ত করেন।

ওই গ্রামের মৃত নিরোধ চন্দ্র বালার ছেলে বিজয় কৃষ্ণ বালা ২০১৫ সালের ১৪ অক্টোবর বুধবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুদ্ধাপরাধ আইনে একটি মামলা করেন। বাদীর বাড়ির পাশের হেতালিয়া গ্রামের চার বাসিন্দার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে এ মামলা করা হয়। এ মামলার তদন্তে আগেও আরো দুটি দল গিয়েছিল।

মামলার আসামিরা হলেন মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে মো. আমির হোসেন হাওলাদার (৭০) (রূপালী ব্যাংক থেকে অবসর নেয়া) ও মো. ফজলুল হক হাওলাদার (৭৫), মৃত শামছুল হক হাওলাদারের ছেলে মো. নূরুল আমিন হাওলাদার (৫৮) (কৃষি ব্যাংকে কর্মরত) ও মৃত আবুল হাসেমের ছেলে আ. মন্নান (৭০)।

মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ২৭ জন হিন্দু লোককে গুলি করে হত্যা ও দুজনকে আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে।

হাসান মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।