ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০


প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৮ এপ্রিল ২০১৫

নীলফামারীর ডিমলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফুটবল খেলায় বাজির টাকা না দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে আইনুল হক মাদ্রাসার সংলগ্ন নতুন বাজার এলাকায় সিন্দু মিয়া ও আইনুল হক মাদ্রাসার পাড়ার কিশোরদের মধ্যে এক ফুটবল খেলার আয়োজন করা হয়। উভয় দলের মধ্যে বাজি হয় যে, যে দল হেরে যাবে সেই দল জেতা পক্ষকে ২`শত টাকা প্রদান করবে। খেলায় সিন্দু মিয়া পাড়ার দল আইনুল হক মাদ্রাসা পাড়ার দলের কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় বাজির ২`শত টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় সন্ধ্যা ৭ টায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের প্রায় ১০জন আহত হয়।

আহতদের মধ্যে সিন্দু মিয়ার পাড়ার খালিশা চাপানী গ্রামের বাবুল হোসেনের পুত্র সাফিন (২০) ও গোলাম ফরিদের পুত্র মাহাবুব (২১) কে গুরুত্বর আহত অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হয় এবং আইনুল হক মাদ্রাসার পাড়া দলের পক্ষের নাউতারা কাকড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র শাকিবুলকে (৩৫) গুরুতর আহত অবস্থায় জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শতাধিক লোকজন লাঠি ছোড়া নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে ডিমলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।