প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে কুপিয়ে জখম, সেই জাহিদ গ্রেফতার


প্রকাশিত: ১২:৩২ পিএম, ০১ মার্চ ২০১৭

কক্সবাজারের মহেশখালীতে প্রেমে ব্যর্থ হয়ে মাদরাসাছাত্রী নাহিদা আকতারকে কুপিয়ে জখম করা সেই জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বুধবার ভোরে হোয়ানকের কেরুনতলীর পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম (২২) উপজেলার হোয়ানক হরিয়ারছড়া এলাকার লোকমান হাকিমের ছেলে। তিনি কক্সবাজার হাসেমিয়া মাদরাসার ছাত্র।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার কালারমারছড়া আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী নাহিদা আকতারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে জাহিদুল ইসলাম।

সোমবার ঘটনাটি প্রকাশ পায়। এদিন জাহিদসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়। এরপর থেকে তাকে ধরতে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

অবশেষে ঘটনার ৫ দিনের মাথায় বুধবার ভোরে জাহিদুলকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও কার্তুজ জব্দ করা হয়।

জাহিদের বরাত দিয়ে ওসি আরও বলেন, নাহিদা ও জাহিদ সম্পর্কে আত্মীয়। তাদের মাঝে প্রেমের সর্ম্পক ছিল যা উভয় পরিবার জানতো। এইচএসসি পাসের পর তাদের বিয়ে দেয়ার কথা ছিল। কিন্তু নাহিদার পরিবার শনিবার নাহিদার অন্যত্র বিয়ের কথা পাকা করে।

এর জের ধরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাহিদার সঙ্গে কথা বলতে গিয়ে বাগ-বিতণ্ডার একপর্যায়ে অস্ত্র দিয়ে আঘাত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানিয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সোলতান আহমদ সিরাজী জানান, নাহিদা বর্তমানে সুস্থ। তার শরীরে ধারাল অস্ত্রের ৫টি আঘাত রয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।