নবীনগরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত


প্রকাশিত: ০৫:১২ পিএম, ০১ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপিটুনিতে খন্দকার আবদুল হক (৪৫) ও ইয়াছিন (৪০) নামে দুই ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হক উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ গ্রামের মৃত খন্দকার আবু তাহেরের ছেলে ও ইয়াছিন একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে আবদুল হক ও ইয়াছিনসহ কয়েকজন ডাকাত জগন্নাথপুর গ্রামের সেন্টু মেম্বারের বাড়িতে ডাকাতির জন্য হানা দেয়। এ সময় স্থানীয়রা তাদের উপস্থিতি টের পেয়ে আবদুল হক ও ইয়াছিনকে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত আবদুল হকের বিরুদ্ধে নবীনগর থানায় ২টি ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। তবে ইয়াছিনের বিরুদ্ধে মামলা রয়েছে কি-না সেটি খুঁজে দেখা হচ্ছে।

আজিজুল সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।