আটপাড়ায় প্রাইভেটকার চাপায় পথচারী নিহত


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০২ মার্চ ২০১৭

নেত্রকোনার মদন সড়কের অভয়পাশা এলাকায় প্রাইভেটকারের চাপায়  জালাল উদ্দিন (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জালাল উদ্দিন আটপাড়া উপজেলার সালকি-মাটিকাটা গ্রামের মৃত আহম্মেদ  হোসেনের ছেলে।

এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহতরা হলেন-আটপাড়া উপজেলার মঙ্গলসিধ গ্রামের ভূলন চন্দ্র দাস (৫০), ষাটকাহন গ্রামের নান্টু মিয়া (১৮), প্রাইভেটকারের যাত্রী দুই আটপাড়ার করিম-পাহাড়পুর গ্রামের দীপক চন্দ্র সরকার (৪০) ও হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজারের মলয় দে (৪২)।

আটপাড়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, হবিগঞ্জ থেকে প্রাইভেটকারটি নেত্রকোনা হয়ে পাহাড়পুর গ্রামে যাচ্ছিল। পথে অভয়পাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি পথচারীদের চাপা দিয়ে একটি কালভার্টে ধাক্কা লাগার পর বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে  নেয়ার পথে জালাল উদ্দিন মারা যান।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।