পৌর মেয়রকে গুলি : রিমান্ড শেষে কারাগারে ছেলে


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০২ মার্চ ২০১৭

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ঝালকাঠি পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রিমান্ড শেষে বিকেল ৪টায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবাইয়া আমিনা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক জানান, ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় কোর্ট রোডস্থ মেয়র লিয়াকত আলী তালুকদারের ব্যক্তিগত অফিসে বড় ছেলে আমিনুল ইসলাম লিটন তালুকদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন উত্তেজিত হয়ে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এরপর মেয়র লিয়াকত আলী তালুকদার পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লিটনকে আটক এবং তল্লাশি করে অাগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে মঙ্গলবার রাতে লিটনের বিরুদ্ধে ঝালকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর বাদী হয়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে থানায় মামলা (নং- ২৮, তারিখ ২৮-০২-১৭ ইং) দায়ের করেন।

বুধবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিচারক জামিন নামঞ্জুর করে পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম জানান, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় লিটনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর রিমান্ড চাওয়া হলে আদালতের বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে শেষে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।