নরসিংদীতে আগুনে ১৫ দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০২ মার্চ ২০১৭

নরসিংদীর পাঁচদোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচদোনা বাজারের মাহাবুবুর রহমানের খুচরা তেল বিক্রির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডে বাজারের আরও ১৪টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে ভস্মীভূত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী, মাধবদী, পলাশ ও প্রাণ-আরএফএল-এর ব্যক্তিগত ইউনিটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে।

দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা। এ সময় পাশের ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সঞ্জিত সাহা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।