চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ২


প্রকাশিত: ০৪:০২ এএম, ০৫ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার ভন্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে যাওয়া আলমডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা মুন্সিগঞ্জ এলাকা থেকে যাত্রী নিয়ে আলমডাঙ্গা সদরে যাচ্ছিল ভটভটিটি। এসময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ভটভটিটেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এসময় ভটভটি চালক ও অন্য যাত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পথে অন্য যাত্রীও মারা যান।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।