শেরপুরে যুবক হত্যায় ৪ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৬ মার্চ ২০১৭
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় যুবক জাহাঙ্গীর আলমকে (১৯) হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছামিউল হককে খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চিসথিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোশারফ হোসেন, কামারদহ গ্রামের আবদার আলীর দুই ছেলে বিফল ও রোমান এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহজাহান ওরফে সাইদ মুন্সী।

সোমবার বিকেলে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি কামারদহ গ্রামের দুলাল মিয়ার ছেলে কিশোর জাহাঙ্গীর আলমকে ভিসিডি দেখানোর কথা বলে আসামি বাচ্চা গেল্লা ডেকে নিয়ে যায়।

পরে পূর্ব পরিকল্পিতভাবে বাচ্চা গেল্লা ও তার সহযোগীদের অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে এবং মরদেহ গুম করে দেয়।

ঘটনার ৯ দিন পর ১১ ফেব্রুয়ারি কামারদহ গ্রামের ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে জিয়া সরকারের পতিত জমির আইলের মধ্যে থেকে জাহাঙ্গীরের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছর শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক জহুরুল হক ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) মো. ইমাম হোসেন ও মো. মোখলেসুর রহমান আকন্দ রাষ্ট্রপক্ষে এবং পলাতক আসামিদের পক্ষে অ্যাডভোকেট মজদুল হক মিনু মামলা পরিচালনা করেন।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।