মাদকসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারের ৭ জন আটক


প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৬ মার্চ ২০১৭

নেত্রকোনা শহরের চকপাড়া থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রয়াত আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
 
সোমবার সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

পুুলিশ জানায়, শহরের চকপাড়া এলাকার প্রয়াত পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াহাবের স্ত্রী  রেহেনা বেগম (৫০), ছেলে মেজবাহ উদ্দিন রিগান (৩০), আঃ কাইয়ুম কিংকন (৩২) মাহফুজুর রহমান পংকজ (২৮) মেজবাহ উদ্দিন রিগানের স্ত্রী ফেরদৌসি আক্তার শরিফা (২৬) একই এলাকার মো. মানু মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৪০) ও আবদুর রাজ্জাকের ছেলে সামিউল ইসলাম রনিকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জাগো নিউজকে জানান, আটকের সময় আসামিদের কাছ থেকে হেরোইন জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রিগানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৩টি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কামাল হোসাইন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।